সুলতানপুর গোরোস্থান
স্থানঃ রাজশাহী জেলার বাঘা উপজেলার ২নং গড়্গড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামে পদ্মা নদীর ধারে গোরোস্থানটি অবস্থিত ।
ইতিহাসঃ এলাকার জনসাধারন ইসলামি শিক্ষা বিস্তার ও মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনার জন্য গোরোস্থানটি স্থাপন করেন। কয়েক বিঘা জমির ওপর স্থাপিত গোরোস্থানটির চারিদিক পাকা প্রাচীর দিয়ে ঘেরা এবং গোরোস্থানের ভিতরের পরিবেশ মনোমুগ্ধকর। বর্তমানে কয়েক হাজার কবর রয়েছে। মোঃ জুলফিকার আলী এবং মোঃআঃমান্নাফ ও এলাকা বাসীর প্রচেষ্টায় গোরোস্থানের ভিতরের একটি দাখিল মাদ্রাসা গড়ে উঠেছে। গোরোস্থানটি এলাকা বাসীর গর্ব।
প্রতিষ্ঠাকাল-০১/১২/২০০১ ইং
পরিচালনা কমিটিঃ
১।মোঃ জুলফিকার আলী (সভাপতি)
২। মোঃ আঃ মান্নাফ (সুপার/সম্পাদক)
৩। মোঃ আরমান আলী (সদস্য)
৪। মোঃ আরজেন আলী (সদস্য)
৫। মোঃ আঃ আজিজ (সদস্য)
৬। মোঃ আঃ মোকাদ্দেস (সদস্য)
৭। মোঃ তাজিজুল ইসলাম (সদস্য)
৮। মোঃ আজাহারুল ইসলাম (সদস্য)
৯। মোঃ মাহিরুল ইসলাম (সদস্য)
১০। মোসাঃ কারিমন নেছা (সদস্য)
যোগাযোগ ব্যবস্থাঃ
রাজশাহী হতে বাস যোগে বাঘা এসে অথবা ট্রেন যোগে আড়ানি ষ্টেশনে এসে অটো রিক্সা করে বাঘা আসতে হবে। এবার অটো রিক্সা বা ভ্যান যোগে পদ্মা নদীর ধার দিয়ে ৬ কিলোমিটার এলেই গোরোস্থানটিতে পৌছানো যাবে।আবার যারা নাটোর হয়ে আসবেন তারা প্রথমে নাটোর হতে বাস যোগে বনপাড়া হয়ে গোপালপুর হয়ে লালপুর আসতে হবে। এবার ভ্যান যোগে পদ্মা নদীর ধার দিয়ে ৭ কিলোমিটার পচশিমে এলেই গোরোস্থানটিতে পৌছানো যাবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস