রাজশাহী হতে আসা পদ্মা নদীর শাখা নদী চারঘাট হয়ে বাঘা হয়ে গড়্গড়ি ইঊনিয়নের মাঝ দিয়ে ইঊনিয়ন কে দুভাগ করে নাটোর জেলার লালপুর থানার ভিতর দিয়ে পাকশী চলে গেছে। বর্ষাকালে নদীটি পানিতে ভরে যায় এবং একধার প্লাবিত হয়ে পানিতে ডুবে যায়। তখন একমাত্র নৌকায় হলো যোগাযোগের মাধ্যম।বর্ষা শেষে পানি নেমে গেলে চর এলাকায় বিভিন্ন রবি শষ্যের চাষ হয়। নদিটি এই ইউনিয়নের জন্য আশির্বাদ। গ্রীষ্মকালে ও শীতকালে নদিতে পানি না থাকায় বালুর চর পড়ে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস