Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Family Planning Center

ইউনিয়ন স্বাস্থ্য ও  পরিবার কল্যাণ কেন্দ্র (গড়গড়ি)

সরেরহাট,বাঘা,রাজশাহী

ইতিহাসঃ

          বাঘা উপজেলার ২ ং গড়গড়ি ইউনিয়ন পরিষদের প্রান কেন্দ্রে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও  পরিবার কল্যাণ কেন্দ্র (গড়গড়ি) টি এলাকার জনসাধারনের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ১৯৮৩ সালে প্রকল্প হিসেবে চালু করা হয়। পরে ১৯৮৮ সালে সরকারি ভাবে সেবাদান শুরু হয়।

কি সেবা চালু আছেঃ

১।সপ্তাহে দুইদিন কর্মরত ডাঃ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন।

২। সপ্তাহে দুইদিন গর্ভবতী মায়েদের সেবা দেওয়া হয়।

৩।যেকোন সময় এখানে অভিজ্ঞ দায় দ্বারা গর্ভবতী মায়েদের ডেলেভারি করানো হয়।

৪।এখানে সব ধরনের টিকাদান কর্মসূচি চালু আছে।

 

এখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নামের তালিকাঃ

 

        ১। ফারজানা ফেরদৌসী (উপ সহকারী  কমিউনিটি মেডিকেল অফিসার)

        ২।   মোঃ নূর আলম (ফার্মাসিস্ট)

        ৩। নিপা দাস (FWV)

        ৪। মোঃ মনিরুল ইসলাম (FPI)

       ৫। মোসাঃ শামিমা আক্তারী (FWA)

        ৬। মোসাঃ পারুল আখতার (FWA)

        ৭। মোসাঃ মমতাজ বেগম (FWA)