Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

 

১। জনপথ ও রাজপথের ব্যবস্থা রক্ষনাবেক্ষণ।

২। সরকারী স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠ এর ব্যবস্থা ও রক্ষানাবেক্ষণ।

৩। জনপথ, রাজপথ ও সরকারী স্থানে আলো জ্বালানো।

৪। সাধারণ ভাবে গাছ লাগানো ও সংরক্ষণ এবং বিশেষ ভাবে জনপথ, রাজপথ ও       সরকারি জায়গায় গাছ লাগানো ও সংরক্ষণ ।

৫। কবরখানা, শ্মশান, জনসাধারণের সভার স্থান ও জনসাধারণের অন্যান্য সম্পত্তীর রক্ষনাবেক্ষণ ও পরিচালনা।

৬। পর্যটকদের থাকার ব্যবস্থা ও তা সংরক্ষণ

৭। জনপথ, রাজপথ এবং সরকারি স্থান নিয়ন্ত্রন ও অনাধিকার প্রবেশ রোধকরণ।

৮। জনপথ, রাজপথ ও সরকারি উৎপাত ও এর কারণে বন্ধ করণঃ

৯। ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্বাবধান, স্বাস্থকর ব্যবস্থার উৎকর্ষ সাধন এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

১০। গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যবন্থাপনা নিশ্চিতকরণ।

১১। অপরাধমূলক বিপোদজনক ব্যবসা নিয়ন্ত্রণ করণ।

১২। মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণ করণ।

১৩। পশু জবাই নিয়ন্ত্রণ করণ।

১৪। ইউনিয়নে দালান নির্মাণ ও পূন নির্মাণ নিয়ন্ত্রণ করণ।

১৫। বিপজনক দালান ও সৌধ নিয়ন্ত্রণ করণ।